শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
বন্দর

নানা দাবিতে বসুন্ধরা সিমেন্ট কারাখানা শ্রমিকদের অবস্থান কর্মসূচি

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে নানা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বসুন্ধরা সিমেন্ট কারখানার শ্রমিকরা। বুধবার (১৬ অক্টোবর) সকালে মদনগঞ্জ বাজারে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরির সামনে এ কর্মসূচি পালন করা হয়। মূলত চাকুরি স্থায়ীকরণ ও উৎসব বোনাসের দাবিতে এ কর্মসূচি পালন করে তারা।

গণমাধ্যমে শ্রমিকরা জানায়, আমরা এই সিমেন্ট কারখানায় দীর্ঘ দিন যাবত শ্রমিক হিসাবে কাজ করে যাচ্ছি। শ্রমিকরা ফ্যাক্টরি কর্তৃপক্ষকে চাকুরি স্থায়ীকরণ, ২০% বাৎসরিক বোনাস, , ৬৫% ঈদ বোনাসের দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ এ বিষয়ে নানা তালবাহানা করে। তাই আজ সকালে শ্রমিকরা কাজে যোগদান না করে ফ্যাক্টরির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে কথা বলে ১০% বাৎসরিক মজুরি বৃদ্ধি করবে বলে আশ্বস্ত করলে শ্রমিকরা কর্মসূচি তুলে নিয়ে কাজে যোগদান করেন।

RSS
Follow by Email