মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
সদর

নানা দাবিতে ছাত্র ফ্রন্ট-ছাত্র ইউনিয়নের যৌথ সমাবেশ

লাইভ নারায়ণগঞ্জ: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার যৌথ উদ্যাগে,ছাত্র সমাবেশ হয়েছে, পরে সমাবেশ শেষে শহরে মিছিল বের করা হয়। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় চাষারা নারায়গঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জে আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক নাছিমা সরদার, নারায়ণগঞ্জে জেলার সংগঠক আহমেদ রবিন স্বপ্ন, নারায়ণগঞ্জ কলেজ শাখার সংগঠক হাসামিন নিছা শিফা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক ফারহানা চেতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার সংগঠক আবু হামজা রুহিন, মেহোজাবীন ওয়াহাইয়া পুষ্পিতা প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই-আগস্ট অভ্যুত্থানে ব্যাপক নারীদের অংশগ্রহণ ছিল। আন্দোলন যখন অনেকটাই স্তিমিত সেই সময়ে নারীরা সমস্ত অচলায়তন ভেঙে রাজপথে বের হয়ে আসে। কিন্তু অভ্যুত্থানের পর সারা দেশে নারী-শিশু-ধর্ষণ-নির্যাতন-হত্যা আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ে-সমতলে-ঘরে-পথে-স্কুলে-কারখানায় যেকোন স্থানে, দিনে-রাতে, যেকোন জায়গায় নারী নিপীড়নের শিকার হচ্ছে। এই দায় অন্তর্বতীকালীন সরকারকেই নিতে হবে। নারীরা একদিকে অর্থনৈতিক শোষণ ও আরেকদিকে ভোগবাদী পুরুষতান্ত্রিক মানসিকতার দ্বারা নির্যাতিত। ফলে এই শোষণমূলক ব্যক্তি মালিকানার সমাজ পরিবর্তন ও পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তন করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, ঘরে বাইরে সর্বত্র নারী নির্যাতন বন্ধ ও ধর্ষণ ও নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা সময়ের দাবী এবং সমাজে নারী-পুরুষের সমানাধিকার ও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় জুলাই-আগস্ট অভ্যুত্থান পরবর্তী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নিতে হবে।। প্রশাসন জনগনের জান মালের নিরাপত্তা পাচ্ছে না। গুম, খুন ছিনতাই ধর্ষণ এমন ঘটনায় প্রশাসনের নিরব ভূমিকাকে তীব্র নিন্দা জানাই। আছিয়া সহ সকল ধর্ষণের দ্রুত বিচার করতে হবে এবং নারায়ণগঞ্জসহ নিরাপদ নারী ও শিশু বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।একই সাথে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ করতে হবে।

RSS
Follow by Email