বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Led01Led02আড়াইহাজার

নাতনির পরকিয়ার বলি নানি, লাশ মর্গে

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে নাতনির পরকিয়ার প্রেমিকের লাথির আঘাতে নানি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাতে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী এলাকায় ওই ঘটনা ঘটে। এ আহত হয়েছে নানা ফজলুল করিম ও মা রওশন আরা। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত নানির নাম শাহিদা বেগম (৬০)। আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী এলাকার ফজলুল করিমের স্ত্রী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন।

পুলিশ জানায়, নিহত শাহিদা বেগমের নাতনি একটা বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরও সে উচিৎপুরা ইউনিয়নের দাসির দিয়া গ্রামের ছায়েদ আলীর ছেলে আমান (৩০) এর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করেন। তারই ধারাবাহিতকতায় তাদের বাড়িতে আসে আলী। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। আর সেই সময় নিহত শাহিদা বেগমের শ্বাসকষ্ট হয়ে মারা যায়।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন, আমরা এই ঘটনায় লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনত ব্যবস্থা গ্রহন করা হবে।

RSS
Follow by Email