বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
রাজনীতি

নাজমুল হুদার মৃত্যুবার্ষিকী: কবর জিয়ারতে তৈমূর

লাইভ নারায়ণঞ্জ: সাবেক যোগাযোগ মন্ত্রী ও তৃণমুল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত ও মোনাজাত করেছে মহাসচিব এড. তৈমূর আলম খন্দকার।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকার দোহারে পারিবারিক কবরস্থানে জিয়ারত করেন তৈমুর আলম খন্দকার।

এসময় তৃণমুল বিএনপির মহাসচিব ড. তৈমূর আলম খন্দকার, সরকার দলীয় সংসদ সদস্য সালমান এফ রহমান, তৃণমুল বিএনপির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা কবর জিয়ারত করে দোয়া পালনে অংশগ্রহণ করেন। এ ছাড়াও সকাল থেকে দলীয় নেতাকর্মীদের উদ্যোগে দোহার উপজেলার শাইনপুকুরে প্রয়াত নেতা নাজমুল হুদার বাড়িতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিল হয়।

RSS
Follow by Email