শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
সদরসাহিত্য

‘নাচোলের রানিমা’ ইলা মিত্রের জন্মশতবর্ষ পালিত

লাইভ নারায়ণগঞ্জ: তেভাগা আন্দোলন, সাঁওতাল-আদিবাসী আন্দোলন ও নারীর অধিকার আন্দোলনের কিংবদন্তী নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে এক আলোচনা সভার আয়োজন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় তাঁর জীবন সংগ্রাম ও বর্তমান প্রেক্ষাপটে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনাসভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মিমি পূজা দাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুলতানা আক্তার।

সভায় বক্তারা ইলা মিত্রের সংগ্রামের অধ্যায় তুলে ধরেন। তাঁর জন্ম ১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায় হলেও, বিবাহের সূত্রে তিনি নাচোলের জমিদার পরিবারের পুত্রবধূ হন। সেখানেই তিনি গরীব-দুঃখী সাঁওতাল কৃষকদের জমিদার-মহাজনদের শোষণ থেকে মুক্ত করতে দৃঢ়ভাবে লড়াই শুরু করেন।

বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব বলেন, “ইলা মিত্রের স্বপ্ন ছিল সমাজ বিপ্লবের মাধ্যমে একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করার।”

নেতৃবৃন্দ উল্লেখ করেন, তিন ভাগের দুই ভাগ ফসল কৃষকের এই দাবি নিয়ে হওয়া তেভাগা আন্দোলনে স্বামীর অনুপ্রেরণায় তিনি কৃষকদের পাশে দাঁড়ান। নাচোলে তাঁর অতুলনীয় ভূমিকার জন্য সবাই তাঁকে ‘নাচোলের রানিমা’ বলে ডাকতেন। ১৯৫০ সালে গ্রেফতারের পর নাচোল থানায় তাঁর ওপর অবর্ণনীয় নির্যাতন চালানো হয়, যা তাঁর হার না মানা চেতনার পরিচয় বহন করে।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক কামরুন্নার বর্তমান পরিস্থিতিতে ইলা মিত্রের সংগ্রামের প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

নেতৃবৃন্দ বলেন, “আজ যখন আমরা ইলা মিত্রের জন্মশতবর্ষ পালন করছি, তখন আমাদের দেশে নারীরা উপেক্ষিত। ঘরে-বাইরে নারী নির্যাতন ভয়াবহ রূপ ধারণ করেছে। মব সন্ত্রাস আতঙ্কের আরেক নামে পরিণত হয়েছে। এই দেশে আজ নারীসহ জানমালের কোনো নিরাপত্তা নেই।”

বক্তারা আহ্বান জানান, এ সময়ে ইলা মিত্রের জীবনদর্শন খুবই প্রাসঙ্গিক। তাঁর জীবন সংগ্রামকে শিক্ষা হিসেবে নিয়ে নারীসহ সকল জনতাকে একত্রিত হয়ে দেশের শোষণ-বৈষম্য দূর করার সমাজতান্ত্রিক আন্দোলনে সবাইকে একত্রিত হয়ে লড়তে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী মহাসচিব মুফতি বশির উল্লাহসহ প্রমুখ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email