শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
Led04রাজনীতি

নাগরিক কমিটির ক্ষোভ ‘না.গঞ্জের যানজট নিরসনে ব্যর্থ প্রশাসন’

লাইভ নারায়ণগঞ্জ: দীর্ঘদিনের যানজটের দুর্ভোগে অতিষ্ঠ হয়ে উঠেছে নারায়ণগঞ্জবাসী। শহরের প্রধান প্রধান সড়কগুলোতে নিত্যদিনের এই অসহনীয় যানজট জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই সমস্যা নিরসনে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার প্রতিবাদে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কর্তৃপক্ষের আন্তরিকতা ও সৎ ইচ্ছার অভাবেই এই সমস্যার কোনো উন্নতি হচ্ছে না।

মানববন্ধনে বক্তারা বিশেষ করে শহরের সেন্ট্রাল বাস স্টেশন থেকে চাষাঢ়া পর্যন্ত বি.বি. রোডে বাসের নৈরাজ্যের তীব্র সমালোচনা করেন। তারা বলেন, বাসগুলো সময়মতো বাস স্টেশন থেকে ছেড়ে দিলেও এরপর পুরো রাস্তায় যাত্রী তোলার জন্য যেখানে-সেখানে থামিয়ে রাখে। বিশেষ করে দুই নম্বর রেল গেট থেকে চাষাঢ়া পর্যন্ত পুরো সড়ক প্রায়শই অবরুদ্ধ হয়ে থাকে। এতে অন্যান্য যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ বি সিদ্দিক এর সভাপতিত্বে এবং মোহাম্মদ মহসিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, নাগরিক কমিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন এই দুর্ভোগ লাঘোবের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তারা কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান এবং একাধিকবার তাদের সাথে বৈঠকও করেছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বাস দেওয়া হয়েছে, বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

বক্তারা আরও বলেন, ঢাকা মাস কমিউনিকেশন-২ এর আওতায় অন্তর্ভুক্ত মেট্রোরেল নারায়ণগঞ্জ পর্যন্ত বর্ধিতকরণের কার্যক্রম বাদ বা স্থগিত করায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দেশের তৃতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারী জেলা হিসেবে নারায়ণগঞ্জকে অবিলম্বে এই কর্মসূচিতে পুনরায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন, অ্যাডভোকেট আওলাদ হোসেন, কমিউনিস্ট পার্টির সভাপতি শিবনাথ চক্রবর্তী, বাসদের সভাপতি আবু নাঈম বিপ্লব, সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, জহিরুল ইসলাম, তারিক বাবু, পপি রানী সরকার, জাহানারা বেগম, দুলাল সাহা, ধীমান সাহা জুয়ান, মুজিবুর রহমান, হাফিজুল হক প্রমুখ।

উপস্থিত ছিলেন আব্দুল হাই ভূঁইয়া, সালাউদ্দিন, আবু বকর সিদ্দিক, শহীদ মিয়া সহ আরও অনেকে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এই যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবেন।

RSS
Follow by Email