বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04রাজনীতি

নাগরিকরা তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে: সাবেক কাউন্সিলর শকু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, নাগরিকরা তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। একটা ওয়ার্ডে তো জন্ম মৃত্যু বা সনদের স্বাক্ষর করা পর্যন্ত কাজ থাকে না, আরো কিছু রাস্তার সংস্কার মেরামত এবং ময়লা পরিষ্কার হওয়ার বিভিন্ন কাজ থাকে। সেগুলো এখন কিন্তু হচ্ছে না। আগের গতিতে যতটা সেবা দিতে পারতাম সেই সেবাটা কর্মকর্তারা দিতে পারছে না। এখন অনেক সেবাই অনলাইনে করতে হচ্ছে। অনলাইন সেবা পেতেও একটু সময় বেশি লাগছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কাউন্সিলরদের পূর্নবহল প্রসঙ্গে লাইভ নারায়ণগঞ্জকে এক বক্তব্য দেন শওকত হাসেম শকু। বক্তব্য তিনি এ কথা বলেন।

এসময় সাবেক কাউন্সিলর আরও বলেন, দেখা যাচ্ছে ছোট একটা জিনিসের জন্য যেখানে আগে ওয়ার্ড কাউন্সিলর অফিসে আসলেও হতো সেটার জন্য এখন নগর ভবনে যেতে আসতে হবে। তাও একবার গেলেই যে সেই সেবা পাওয়া যাবে এমনটাও নিশ্চিত নয়। অন্যান্য সিটি কর্পোরেশনে নির্বাচনের নারায়ণগঞ্জ নির্বাচন এক নয়। এখানে সকল কাউন্সিলররা ভোটে নির্বাচিত কাউন্সিলর। তাই দল মত নির্বিশেষে সকলের পূর্ণ বহন করা হোক তবে যারা যারা অনুপস্থিত আছেন তাদের ক্ষেত্রে সংরক্ষিত মহিলা কাউন্সিলারা বা যে কাউন্সিলর আছেন তারা সম্মিলিতভাবে দায়িত্বটা এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু এখন কর্মকর্তাদের কাছে দায়িত্বটা যায় তারা অনেক ক্ষেত্রেই সেবাটা দিতে পারছেন না। তাছাড়া সামনে আগামীতে জানুয়ারে ফেব্রুয়ারি দিকে স্কুলে ভর্তিসহ বিভিন্ন কাজ আসবে, তখন চাপটা বেশির বাড়ে। তখন আসলে নাগরিকের ভোগান্তিতে আরো ভয়াবহ পর্যায়ে যাবে। তাই ওয়ার্ডের নাগরিকদের সেবার স্বার্থে আমরা চাই সকল কাউন্সিলরদের পূর্ণবহাল করা হোক।

RSS
Follow by Email