নরসিংপুরে অটোচালকের রহস্যজনক মৃত্যু, ৪ জন আটক
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় এক অটোচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবার এই ঘটনাকে পরিকল্পিত হত্যা বলে দাবি করে জড়িতদের বিচার চেয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে কাশীপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত অটোচালকের নাম মমিন (৩২)। সে ফতুল্লার মাসদাইর এলাকার জালাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে চারজন যুবক মমিনকে নিয়ে তার পিতা-মাতার বাসায় আসে। তারা জানায়, মমিন মারা গেছেন। এ সংবাদ শোনামাত্রই নিহতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং স্থানীয়দের সহায়তায় ওই চারজন যুবককে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক চারজন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
নিহত মমিনের পরিবার ও স্বজনরা বিশ্বাস করেন, মমিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করে বলেন, “যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মমিনের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আটককৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
