সোমবার, মে ১৯, ২০২৫
Led03অর্থনীতি

নয়ামাটিতে প্রতিবাদ সভা: ব্যবসায়ীদের রাস্তায় নামার হুঁশিয়ারি

লাইভ নারায়ণগঞ্জ: নয়ামাটিতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় হোসিয়ারি, নিট, প্রিন্টিং ও সুতা ব্যবসায়ীরা। রবিবার (১৮ মে) শহরের নয়ামাটি এলাকায় ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় নয়ামাটি এলাকার ব্যবসায়ীরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করে ব্যবসায়ীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

এসময় বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি মো. বদিউজ্জামান বদু, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির খাঁন, হোসিয়ারি সমিতির সহ সভাপতি আব্দুস সবুর খান সেন্টুসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে একাত্মতা প্রকাশ করেন।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নয়ামাটি এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা চরম ক্ষতির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি চলতে থাকলে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। তাই অবিলম্বে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিয়ে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। ব্যবসায়ীরা তাদের বক্তব্যে ঐক্যবদ্ধভাবে অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা প্রয়োজনে লাঠি বাঁশি কর্মসূচি পালনেরও ইঙ্গিত দেন।

RSS
Follow by Email