রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
Led05রাজনীতি

নবীন আলেমদের সংবর্ধনায় মহানগর ইসলামী ছাত্র আন্দোলন

লাইভ নারায়ণগঞ্জ: নবীন আলেমদের সংবর্ধনা প্রদান করেছে মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় নগর কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি এইচ.এম. শাহীন আদনান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল হাশিম এর সঞ্চালনায় নবীন আলেম সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করিম আকরাম। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসের কিংবদন্তিতুল্য আখ্যান। যুগান্তকারী এই ইতিহাস বিনির্মাণে অংশ নিয়েছে জাতি-ধর্ম-শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম-উলামা এবং মাদরাসা শিক্ষার্থীরাও। জুলাই-আগস্ট অভ্যুত্থানে আলেম সমাজের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।দেড় হাজারের অধিক নিহত এবং ৩০ হাজারের অধিক আহত ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাসের। জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। বলিষ্ঠ নেতৃত্বে হাজার আলেম সমাজ, ছাত্রসহ সবস্তরের মানুষ অংশগ্ৰহণ করেছিলেন।এ দেশের মানুষ আলেমদের নেতৃত্ব দেখতে চায়। আলেমদের মাধ্যমে সমাজ গঠন করতে চায়। আলেমরাই হলো এ দেশের সূর্য সন্তান। ইসলামের সেই সোনালি যুগ পুনরুদ্ধার করতে হবে। এজন্য ছাত্র সমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কওমী মাদ্রাসা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন আলেম সমাজের অভিভাবক মুহাম্মদুল্লাহ হাফেজ্জি হুজুর ঘোষণা করেছিলেন, ‘এই যুদ্ধ জালেমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম’, তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও রাজপথে রক্তের স্রোত প্রবাহিত করে দেশের আলেম সমাজ এবং মাদ্রাসা শিক্ষার্থীরা। দেশের আলেম সমাজ ২০১৩ সালে শাপলা চত্বরে যেভাবে রক্ত দিয়েছেন, তেমনি ২৪-এর গণঅভ্যুত্থানেও শতাধিক আলেম ও মাদরাসা শিক্ষার্থী শহিদ হয়েছেন, অঙ্গ হারিয়েছেন।

সভাপতি এইচ এম শাহীন আদনান বলেন, আজকে যারা উপস্থিত হয়ে সংবর্ধিত হয়েছে সকলকে মোবারকবাদ জানাই,আগামীতে ইসলাম দেশ ও মানবতার জন্য কল্যাণ রাষ্ট্র গঠনে ভুমিকা রাখবেন এই প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি মুফতী হাবিবুল্লাহ হাবিব,ছাত্র যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব রোমান প্রধান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মাওলানা শাহজালাল সহ সাবেক ও থানা নেতৃত্ব বৃন্দ। আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি মুহা নোমান আহমেদ,সাংগঠনিক সম্পাদক:গাজী মুহা. তারেক হাসান,প্রশিক্ষন সম্পাদক:জাহিদুল ইসলাম মোল্লা,দাওয়াহ সম্পাদক:মুহাম্মাদ মাহবুব বিন আজাদ,তথ্য গবেষনা ও প্রচার সম্পাদক:মুহা.খালেদ সাইফুল্লাহ সানভীর,প্রকাশনার ও দফতর সম্পাদক:মুহাম্মাদ আমির হামজা,অর্থ ও কল্যান সম্পাদক:আব্দুল্লাহ আল সাইদ,বিশ্ববিদ্যালয় সম্পাদক:এম মাহদী হাসান,কওমী মাদ্রাসা সম্পাদক:এইচ এম ইউসুফ আহমদ,আলিয়া মাদ্রাসা সম্পাদক:গাজী মুহাম্মাদ সাইম হোসেন,স্কুল ও কলেজ সম্পাদক:শেখ মুহাম্মাদ রুহুল আমিন,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক:মুহাম্মাদ আবরারুল করীম,কার্যনির্বাহী সদস্য:নাজমুল ইসলাম রাফিন

RSS
Follow by Email