শনিবার, অক্টোবর ১১, ২০২৫
রাজনীতি

নবীজীর আদর্শ ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা অসম্ভব: এবিএম সিরাজুল

লাইভ নারায়ণগঞ্জ: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শিক্ষা বাস্তবায়ন ছাড়া দেশে স্থায়ী শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন। তিনি বলেন, সমাজের সব সমস্যার মূল সমাধান হলো নবীজীর আদর্শকে জাতীয় জীবনে পুরোপুরি অনুসরণ করা।

শুক্রবার (১০ অক্টোবর) বাদ মাগরিব খানপুর এলাকাবাসী ও খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর ১২ নং ওয়ার্ড পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত সীরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃষ্টির কারণে মাহফিলটি খানপুর চিলড্রেন পার্ক মাঠের পরিবর্তে লাল মসজিদে অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সদর থানা সহ-সভাপতি আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে এবিএম সিরাজুল মামুন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, “সমাজে যে অস্থিরতা, বিশৃঙ্খলা ও ন্যায়বিচারের অভাব পরিলক্ষিত হচ্ছে, তার মূলে রয়েছে রাসূল (সাঃ)-এর প্রদর্শিত পথ থেকে আমাদের বিচ্যুতি।” তিনি মনে করেন, মহানবী (সাঃ)-এর শান্তি, ন্যায়বিচার, সাম্য ও মানবিকতার অনুপম দৃষ্টান্ত অনুসরণ করতে পারলেই দেশ ও জাতির সার্বিক কল্যাণ নিশ্চিত হবে।

এবিএম সিরাজুল মামুন দেশের সকল দেশপ্রেমিক নাগরিকের প্রতি আহ্বান জানান, যেন তারা ইসলামের এই মূলনীতিকে গুরুত্ব দিয়ে দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিমালায় তার প্রতিফলন ঘটাতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখেন।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর ঐক্য অপরিহার্য। তাঁর মতে, এই ঐক্য সমাজের সামনে ইসলামকে একটি স্থায়ী শান্তি ও কল্যাণের মডেল হিসেবে উপস্থাপন করবে। তিনি দেশের সকল ইসলামী দল, সংগঠন ও চিন্তাশীল ব্যক্তিদের প্রতি এই ঐক্যের ডাকে সাড়া দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী এবং মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলামসহ স্থানীয় ওয়ার্ড ও থানার বিভিন্ন নেতৃবৃন্দ।

RSS
Follow by Email