সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
ধর্মসদর

নবমীতে ৫ স্পষ্টে উপহার বিতরণ করলো টিম খোরশেদ

লাইভ নারায়ণগঞ্জ: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শাড়ী, থ্রি-পিস বিতরণ করেছে মানবিক সংগঠন ‘টিম খোরশেদ’।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের পাঁচ শতাধিক মানুষের মধ্যে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ কর্মসূচি পরিচালনা করেন।

এ কর্মসূচির আওতায় আসে আমলাপাড়া, গলাচিপা রামকানাই আখড়া, কুমুদিনী বাগান, মাসদাইর ও হরিজন পল্লীর মানুষ।

এসময় কাউন্সিলর খোরশেদ জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবকে আরো আনন্দময় করতে আমরা প্রতি বছরই এই উদ্যোগ নিয়ে থাকি। সপ্তমীতে রবিদাসপাড়া ও জামতলায়, অষ্টমীতে গলাচিপা কুড়িপাড়ায় উপহার বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, কাউন্সিলর খোরশেদ গত ২০ বছর যাবত নিয়মিত দূর্গা উৎসবে উপহার সামগ্রী বিতরণ করে আসছেন। গত তিন দিনে ৮ স্পটে সহস্রাধিক মানুষের মধ্যে পূজার উপহার বিতরণ করা হয়।

RSS
Follow by Email