নববর্ষ উপলক্ষে সদর থানা বিএনপির নানা খেলার আয়োজন
লাইভ নারায়ণগঞ্জ: তারেক রহমানের নিদের্শনায় নববর্ষ উপলক্ষে ফুটবল, লাটিম, ঘুড়ি উৎসব, হাড়ি ভাঙা, কাবাডিসহ গ্রামীন বিভিন্ন খেলার আয়োজন করেছে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির। মঙ্গলবার (১৫ এপ্রিল) নারায়ণগঞ্জের ইসদাইরে ওসমানী স্টেডিয়ামে এই খেলাধুলার আয়োজন করা হয়।
এসময় নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির অধিনে ৯টি ওয়ার্ডের নেতা—কমীর্ ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে এসকল খেলায় অংশগ্রহণ করতে আসেন তরুণরা। বিকেল থেকে ঘুড়ি উৎসব, হাঁড়ি ভাঙা ও গোল দেয়ার মত খেলায় মেতে ওঠেন শিশু— কিশোরসহ বিভিন্ন বয়সের। সন্ধ্যা থেকে বন্দর স্টেডিয়াম মাঠে কাবাডি খেলার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানের সঞ্চালয়নায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক রেজা রিপন, সদর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, জড়তা দূর করে মা বাবারে যেন তাদের সন্তানকে যেন মাঠে খেলতে পাঠায়। তারা যেন দৈহিক ভাবে কর্মঠ ও সুস্থ থাকতে পারে সেটাই লক্ষ্য। আমরা আমাদের নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জ নয়, সারা দেশে প্রতিটি থানা ওয়ার্ডে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আমরা আমাদের হারিয়ে যাওয়া খেলাগুলো বর্তমান প্রজন্মের কাছে ফিরিয়ে আনবো।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, পর্যায়ক্রমে মহানগর বিএনপির প্রতিটি এলাকায় এই খেলাধুলার আয়োজন করা হবে। আমরা চাই আমাদের সন্তানরা যেন এই খেলাধুলার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে বিরত থাকে সেটাই আমার লক্ষ্য। বাংলা নববর্ষ উপলক্ষে গতকাল আমরা বৈশাখী শোভাযাত্রা করেছি। আজ নারায়ণগঞ্জ স্টেডিয়ামে আমাদের বর্ষবরণ উপলক্ষে খেলাধুলার আয়োজন করা হয়েছে। আমরা বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার জন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে এই খেলাধুলার আয়েজ করেছি।