বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led03জেলাজুড়েরূপগঞ্জসোশ্যাল মিডিয়া

নবজাতক পুত্র হারালেন মুন্না খান, চেয়েছেন দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে দৈনিক প্রকাশিত পত্রিকা ‘দৈনিক সংবাচর্চা’র সম্পাদক মো. মুন্না খানের সাত দিনের নবজাতক পুত্র সন্তান ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাড়ে ৩টায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহতের নাম মোহাম্মদ হুসাইন আলী খান। সে যমজ সন্তানের একজন। এর আগে ১৪ সেপ্টেম্বর তারা জন্ম গ্রহন করেন।

পরিবার সূত্রে জানা যায়, রূপসী বাগবাড়ি নিবাসী রফিকুল ইসলাম পনির খানের ছোট নাতি নবজাতম মোহাম্মদ হুসাইন আলী খান। জন্মের পর থেকে ফুসফুসে ঠিক মতো অক্সিজেন পৌছায়নি। এতে লাইফ সাপোর্টে ছিলো। বুধবার সাড়ে ৩টায় লাইফ সার্পোটে থাকা কালীন তার মৃত্যু হয়। নবজাতকের মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের মাতম নেমে আসে। বাদ যোহর রূপসী বাগবাড়ি মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জন্য পিতা মো.মুন্না খান সকলের কাছে দোয়া কামনা করেছেন।

 

RSS
Follow by Email