নবগঠিত জেলা বিএনপি’র কাছে বাদলের আহ্বান ‘১৭ বছর যারা সংগ্রাম করেছে, যথাযথ মূল্যায়ন করবেন’
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও থানা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ইমাম হোসেন বাদল। পাশাপাশি বর্তমান নেতৃত্বে ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে দলকে এই পর্যায়ে নিয়ে আসছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করার আহ্বান পেশ করেন তিনি। কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ কে প্রাধান্য না দিয়ে, সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ইউনিট কমিটি করে দলকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও থানা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও ত্যাগী নেতা ইমাম হোসেন বাদল জানান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। নবগঠিত আহবায়ক কমিটির কাছে তৃনমুল নেতাকর্মীদের অনেক আশা আকাঙ্ক্ষা,আশাকরি আপনাদের নেতৃত্বে সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, যারা গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে দলকে এই পর্যায়ে নিয়ে আসছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করবেন আশাকরি, কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ কে প্রাধান্য না দিয়ে সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ইউনিট কমিটি করে দলকে শক্তিশালী করবেন আশাকরি।
তিনি আরও জানান, ৫ই আগস্টের আগে কজন ছিলেন রাস্তায় তাদেরকেও আমরা চিনি। পরিবার পরিজন এর মায়া ছেড়ে বাড়ি থেকে বের হয়েছি,আন্দোলন সফল করার উদ্দেশ্যে সহযোদ্ধাদের নিয়ে রাস্তায় আন্দোলন করেছি। ফিরবো কিনা তাও জানতাম না। যদি পুলিশের গুলিতে রাস্তায় মৃত্যু হতো, সন্তান হতো এতিম। স্ত্রী হতো বিধবা। এক দিকে রাস্তায় মৃত্যুর ভয় আরেক দিকে বাসায় পুলিশের ভয়। যে কোন সময় দুইটির একটি ঘটতে পারতো আমার / আমাদের উপর। গ্রেফতারের ভয়ে বাসা থেকে মাসকে মাস বাহিরে থাকতে হয়েছে।ফ্যাসিস্ট সরকারের মামলা থেকেও রেহাই পাইনি। তার পরেও আমরা বুকে হাত রেখে বলতে পারি আমরা জিয়ার আদর্শের সৈনিক। ২০২২ সাল থেকে যুগোপদ আন্দোলনে বিএনপিসহ ৪২ টি সমমনা দল এক সাথে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো। ভবিষ্যতে যে কোন অপসক্তির বিরুদ্ধে আমরা এক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ ।
তিনি উল্লেখ করেন, বিএনপির নেতা কর্মীরা নিয়োমিত আওয়ামীলীগ ছাত্রলীগ আর পুলিশকে উপেক্ষা করেই রাজনিতী করে এসেছি।দেশের দূর্দিনে আমরা সাথি ভাই, আর সুদিনে ফায়দা নিবে সুবিধাবাদী দালাল চাটুকার টাকাওলারা এটা হয়তো ক্ষনিকের দিন শেষে বি এন পির নেতাকর্মীদের প্রয়োজন পড়বে।জুলাই আগষ্টের আন্দোলনে ২৪ স্বাধীন হয়েছে। আন্দোলন সফল না হলে বি এন পির নেতাকর্মীদের কি অবস্থা হতো এটা ভুক্তভোগী যারা তারাই জানে, তাই সকলকে আহবান করবো, যারা সিনিয়র দায়িত্ব শীলরা আছেন সবাইকে ঐক্যবদ্ধ রেখে কাজ করেন ,না হয় ফাসিবাদ সুবিধা নিবে,পুনরায় শক্তিশালি হবে ,আর তখন তাদের রুখতে পারবেন কিনা সেটিও চিন্তার বিষয় হয়ে দ্বারাবে।এই মুহূর্তে তৃনমুল নেতাকর্মীদের ছোট করে দেখার সুযোগ নেই। পরিশেষে জোড়ালো দাবী জানাচ্ছি দেশের বৃহত্তর রাজনৈতিক দল কে যারা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করেছে বা করছে তাদের কে চিহ্নিত করে ব্যবস্থা নিবেন।