মঙ্গলবার, মে ৬, ২০২৫
Led02জেলাজুড়েসদর

নতুন সাজে না.গঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার

লাইভ নারায়ণগঞ্জ: রাত পোহালেই ২১শে ফেব্রুয়ারি, ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামবে শহীদ মিনারে। এ উপলক্ষে শেষ সময়ে চলছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ। এর জন্য শহীদ মিনারে জনসাধারণের চলাচল বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে শহীদ মিনার। দেয়ালের পোস্টার সড়ানো, ঝাড়ু দিয়ে ও পানি দিয়ে পাকা পরিষ্কারসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। তাদের সাথে কথা হলে জানান, ইতোমধ্যে শহীদ মিনারে বেশিরভাগ গাছ পরিষ্কার করে রং করা হয়েছে। সেই সাথে দেয়ালের ফলকগুলো ধুয়ে পরিষ্কার করা হয়েছে। শহীদ মিনারের চারপাশে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে ফেলা হয়েছে। তবে সাবার-পানি দিয়ে ভালো করে ধোয়ার কাজ চলছে। এসবের পর শহীদ মিনারের আঙ্গিনায় আলপনার কাজ শুরু হবে। সবশেষে শহীদ দিবসের আগেই শহীদ মিনারকে নতুন সাজে সাজানো হবে।

RSS
Follow by Email