নতুন বছরে সেলিম সারোয়ার ‘ব্যবসায়ী বান্ধব পরিবেশ যাতে থাকে’
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার বলেছেন, নতুন বছরের নারায়ণগঞ্জে সকল মানুষের মঙ্গল কামনা করি। যাতে করে নতুন ভাবে একটা সম্প্রতি তৈরী হয় সবার মাঝে। এছাড়া নারায়ণগঞ্জে ব্যবসায়ের পরিবেশে যাতে ভালো থাকে। ব্যবসায়ী বান্ধব পরিবেশ যাতে থাকে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় তিনি এসব কথা বলেন।
সেলিম সারোয়ার বলেন, ৫ আগস্টের পর যে পরিস্থিতি তৈরী সেটা থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি। কেননা আমাদের ব্যবসায়ীদের পরিস্থিতি খুব নাজুক পর্যায়ে আছে। গার্মেন্টে অনেক অর্ডার কমে গেছে। তাই আমাদের নিটিংয়ে সেই অবস্থা বিরাজ করছে। আমরা চাই এটা থেকে উত্তোরণ হই আমরা।