নতুন বছরে সবজিতে স্বস্তি, বেড়েছে পেয়াজ-রসুনের দাম
লাইভ নারায়ণগঞ্জ: শীত মৌসুমে নারায়ণগঞ্জের বাজারগুলোতে কমেছে সবরকম সবজির দাম। নতুন বছরের শুরতেই জিনিসপত্রের দাম কিছুটা কমে আসায় স্বস্তি প্রকাশ করছেন অনেকেই। বিদায়ী বছরের শেষ সপ্তাহের তুলনায় নতুন বছরের প্রথম সপ্তাহে বেশিরভাগ সবজির দাম কম। রোববার (৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
অন্যদিকে, বিদায়ী বছরের শেষ সপ্তাহের তুলনায় আলুর দাম কমলেও পেঁয়াজ, চায়না আদা ও রসুনের দাম বাড়তি। আজ প্রতি কেজি পেঁয়াজে দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে।অন্যদিকে, সপ্তাহের ব্যবধানে আমদানি করা আদা ও রসুনের দামও বেড়েছে প্রতি কেজিতে ১০-২০ টাকা করে।
আজ বাজারে প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজে ৬০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা করে। এছাড়া আজ প্রতি কেজি নতুন সাদা আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকা, নতুন লাল আলু ৫০ টাকায়। এছাড়া দেশি রসুন ২৪০ টাকা, চায়না রসুন ২৪০ টাকা, চায়না আদা ২২০ টাকা, নতুন ভারতীয় আদা ১২০ দরে বিক্রি হচ্ছে।
বিদায়ী বছরের শেষ সপ্তাহের তুলনা করলে দেখা যায়, নতুন দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা এবং ভারতীয় পেঁয়াজের দাম ৫ টাকা বেড়েছে। মানভেদে প্রতি কেজিতে নতুন দেশি সাদা ও লাল আলুর দাম কমেছে ৫ টাকা। নতুন বগুড়ার আলুর দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজিতে চায়না আদা ও রসুনের দাম বেড়েছে ২০ টাকা।
দেশি পেঁয়াজের দাম কেন বেড়েছে জানতে চাইলে বিক্রেতা মো. শরীফ বলেন, ‘আমাদের কিনতে হচ্ছে বেশি দামে তাই বিক্রিও একটু বেশি দামে করতে হচ্ছে। আশা করছি সামনে দাম আরও কমতে পারে’
চায়না আদা ও রসুনের দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা আমদানি কম হওয়াকে দায়ী করছেন। তারা বলেন, আমদানি কম হলেই দাম বেড়ে যায়। আমরা কমে কিনতে পারলে বিক্রিও কম দামে করি।
বিদায়ী বছরে স্বস্তি ফিরেছে সবজির বাজারে-
আজকের বাজারে বেশ কিছু সবজির দাম কমেছে। পাশাপাশি কয়েকটি সবজির দাম বেড়েছেও। বাজারে লাল টমেটো প্রকার ভেদে ৫০ থেকে ৮০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা, দেশি গাজর ৬০ টাকা, শিম ৪০-৬০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, সাদা গোল বেগুন ৫০ টাকা, কালো গোল বেগুন ৬০ টাকা, শসা ৬০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, মুলা ৩০ টাকা, লাল মুলা ৪০ টাকা, শালগম ৪০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, পটোল ৮০-১০০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ৯০ টাকা, পেঁয়াজকলি ৫০ টাকা, গাছসহ পেঁয়াজ ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ধনেপাতা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতিটি লাউ ৮০ টাকা, চাল কুমড়া ৮০ টাকা, বড় ফুলকপি ২৫ টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৩০ টাকা, লেবুর হালি ৩০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে নতুন সবজি ওঠায় কমেছে দাম
এ ক্ষেত্রে গত সপ্তাহের তুলনা আজ প্রতি কেজিতে টক টমেটো ২০ টাকা, কাঁচা টমেটো ১০ টাকা, শিম ১০ টাকা, সাদা গোল বেগুন ১০ টাকা, কালো গোল বেগুন ১০ টাকা, মুলা ১০ টাকা, পেঁয়াজকলি ১০ টাকা এবং ধনেপাতার দাম ৪০ টাকা কমেছে। এছাড়া প্রতি পিস ফুলকপিতে ১৫ টাকা, বাঁধাকপির দাম ১০ টাকা বেড়েছে। অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে