নতুন বছরে না.গঞ্জের সমস্যা গুলো ঐক্যবদ্ধ হয়ে সমাধান করবো: এড. সাখাওয়াত
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, ২০২৪ আমাদের অনেক স্বরণীয় একটি বছর। এই বছরটা যেমন আমাদের জন্য কষ্টের ছিলো, তেমনি অনেক প্রাপ্তি ছিলো। এই বছর স্বৈরাচরী সরকারের পতন হয়েছে। ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আমরা যে একটা দেশ পেয়েছি। এই সময়ে নতুন বছরে আমাদের মূল দাবি থাকবে, একটি সুখ সমৃদ্ধিযুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নারায়ণগঞ্জ চাই। যে নারায়ণগঞ্জে কোন হানাহানি, খুন, গুম, হত্যা থাকবে না। নতুন বছরে নারায়ণগঞ্জে যে সমস্যা গুলো আছে, সেগুলো ঐক্যবদ্ধ হয়ে সমাধান করবো।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় তিনি এসব কথা বলেন।
এড. সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ ঢাকার খুব পাশের জায়গা হলেও, এখানে আইন শৃঙ্খলা, যানজট, শীতলক্ষ্যা দূষণ অতিমাত্রায়। আমরা আশা করি একটা নতুন সূর্য উদিত হবে। ২০২৫ সালে মানুষের ভোটের অধিকারের যে প্রত্যয়, সেটা প্রতিষ্ঠিত হবে। দেশে একটা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তার মাধ্যমে আরও তাৎপর্যপূর্ণ হবে। শোষণ বঞ্চনাহীন একটি নারায়ণগঞ্জ দেখতে চাই নতুন বছরে।