শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led04রাজনীতি

নতুন বছরে ছাত্র আন্দোলনে হত্যাসহ সকল খুনের বিচার চাই: ছাত্রদল নেতা রাজীব

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব বলেছেন, নতুন বছরে আমরা প্রত্যাশা করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার স্বৈরাচার সরকার কর্তৃক, যে সকল মানুষদের হত্যা করেছে এবং প্রশাসনকে ব্যবহার করে যত মানুষ হত্যা করা হয়েছে। এছাড়া বিগত ১৬ বছরে যত মানুষ গুম, হত্যা করা হয়েছে। সকল গুম. খুন ও হত্যার বিচার দেখতে চাই। এছাড়া সম্পূর্ণ সুষ্ঠ একটা নির্বাচন দেখতে চাই।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় তিনি এসব কথা বলেন।

আজিজুল ইসলাম রাজীব বলেন, দীর্ঘ ১৬ বছর মানুষ তার ভোটের অধিকার পাওয়ার জন্য লড়াই সংগ্রাম করেছে। সেই আশা আকাঙ্খার বাস্তবায়ন ২০২৫ সালে হোক এটাই আমরা চাই। নারায়ণগঞ্জে অনেক গডফাদার ছিলো, বিভিন্নভাবে মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে, মানুষকে নাজেহাল করে জিম্মি করা হয়েছে, একটি ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। এসব থেকে নারায়ণগঞ্জ মুক্ত করার প্রত্যাশা রাখি। নতুন একটা চেতনা যাতে মানুষের মধ্যে সঞ্চালিত হয়, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব তৈরী হয়। যারা ছাত্রদের পক্ষে কাজ করবে, যারা ন্যায়ের পক্ষে কাজ করবে ও দেশের পক্ষে কাজ করবে। নারায়ণগঞ্জে ছিনতাই ও কিশোর গ্যাং বেড়েছে সেগুলো যাতে নিয়ন্ত্রণ হয় সুশাসনের মধ্যে।

RSS
Follow by Email