শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
Led01অর্থনীতি

নতুন বছরে আইনশৃঙ্খলায় জিরো ট্রলারেন্স দেখতে চাই: মোহাম্মদ হাতেম

লাইভ নারায়ণগঞ্জ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রনালয়ের সিপিজিসিবিএল’র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর (স্বতন্ত্র পরিচালক) ব্যবসায়ী প্রতিনিধি ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, নতুন বছরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনায় সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা দেখতে চাই। ব্যবসায়ের ক্ষেত্রে আমরা যে সমস্যা ফেস করছি, যেমন গ্যাস, বিদ্যুৎ, ব্যাকিং সেক্টরে নানা ধরণের অরাজকতা, সংকট, ডলারের ইন্টারেস্ট বৃদ্ধি, কিস্তি পরিশোধের নতুন সার্কুলার এগুলো ব্যবসা বাণিজ্যকে ব্যহত করবে। এবং ব্যবসায়ীদের গলা টিপে হত্যা করবে। ক্ষতিগ্রস্থ হবে ব্যবসায়ীরা। এগুলোকে নতুন করে ঢেলে সাজানোর প্রত্যাশা থাকবে নতুন বছরে।

ঙ্গলবার (৩১ ডিসেম্বর) নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ হাতেম বলেন, শ্রমিকদের মধ্যে যে অস্থিরতা। এই আন্দোলনকে আমরা একটা স্থিতিশীল পরিস্থিতিতে দেখতে চাই আমরা। আইনশৃঙ্খলায় আমরা জিরো ট্রলারেন্স দেখতে চাই। তবেই নতুন ভাবে বাংলাদেশ এগিয়ে যাবে।

RSS
Follow by Email