নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা: না.গঞ্জে বিতরণ হচ্ছে ৩২ লাখের বেশি পাঠ্যবই
লাইভ নারায়ণগঞ্জ: নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (বছরের প্রথম দিন) সকাল থেকেই জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। নতুন বইয়ের ঘ্রাণ আর রঙিন প্রচ্ছদে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক।
সকাল থেকেই স্কুল প্রাঙ্গণে জড়ো হন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। বিদ্যালয়ভিত্তিক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে জাতীয় সংগীত পরিবেশন ও সংক্ষিপ্ত বক্তব্যের পর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বছরের প্রথম দিনেই বই পাওয়ায় অনেক শিক্ষার্থী তাদের আনন্দের অনুভূতি প্রকাশ করে।
শিক্ষার্থীদের উচ্ছ্বাস: নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা জানায়, বছরের শুরুতেই বই পেলে পড়াশোনার আগ্রহ বেড়ে যায়। কেউ কেউ বন্ধুদের সঙ্গে বই দেখানো ও উল্টেপাল্টে দেখার আনন্দে মেতে ওঠে। অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে বলেন, সময়মতো বই পেলে সন্তানদের পড়াশোনায় নিয়মিত রাখা সহজ হয়।

এ সময় উপস্থিত অতিথিরা বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের একটি প্রশংসনীয় ও যুগান্তকারী উদ্যোগ। এর ফলে শিক্ষার্থীরা শিক্ষাবর্ষের শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হতে পারছে এবং শিক্ষার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বই বিতরণের পরিসংখ্যান: নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আতিকুর রহমান জানান, এ বছর নারায়ণগঞ্জ জেলায় মাধ্যমিক, এবতেদায়ী ও মাদ্রাসাসহ মোট ৫২৪টি স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে ২২ লাখ ৭১ হাজার ১৪টি পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, নারায়ণগঞ্জে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৯৮৭টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৯ লাখ ৭৮ হাজার ৫৮৬টি নতুন বই বিতরণ করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই সব শ্রেণির শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দিতে আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়। শিক্ষাবর্ষের প্রথম দিনেই বই বিতরণ সম্পন্ন করাই ছিল তাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বছরের প্রথম দিনে বই বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়। নতুন বইকে ঘিরে এই আনন্দঘন পরিবেশ শিক্ষার্থীদের শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা সংশ্লিষ্টদের।

