নগর ভবনে হামলার ঘটনা ৪ জন আটক
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার (২০ মে) এক বার্তায় তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনর্চাজ) নাছির উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন, নিরব ওরফে রুবেল, জিসান, দেলোয়ার এবং মো. পাপ্পু।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনর্চাজ) নাছির উদ্দিন জানায়, বুধবার দিনভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। গতকাল রাতে একজনকে ও আজ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত চারজনকে আটক করতে সক্ষম হয়েছি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।