মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Led02জেলাজুড়েসদর

নগরীর বালুর মাঠে ১৪ তলায় আগুন

লাইভ নারায়ণগঞ্জ: শহরের বহুতল ভবনের ১৪ তলার ওপরে থাকা একটি টিন সেডের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ আগস্ট) ভোর ৬টায় চাষাঢ়া বালুর মাঠ এলাকায় প্যারাডাইস ক্যাবল (এম্পায়ার) বিল্ডিংয়ে ওই ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করেই ১৪ তলার উপরে অনেক ধোঁয়া দেখা যায়। একই সঙ্গে অনেক ধোঁয়া দেখে আশপাশে বিল্ডিংয়ে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার ব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমরা ভোর ৬টায় খবর পাওয়ার পর সাথে সাথে ঘটনাস্থলে ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করি। ১৪ তলার উপরে হওয়ায় একটু সমস্যা হয়েছে। অগ্নিকান্ডে কোন হতাহত ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানা যাবে।

RSS
Follow by Email