নগরীর বালুর মাঠে স্ট্যান্ডার্ড ব্যাংকের পিএলসির শাখা উদ্বোধন
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চাষাঢ়া পিএলসির শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করা হয়েছে। এ সময় উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান।
নগরীর ভাষা সৈনিক সড়ক (মালুর মাঠ) সংলগ্ন রাজু প্যালেস ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকটির র্কাযালয় করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, একটি অর্থনৈতিক অনুবর্ত, সেটি আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক। আমাদের কাজ হচ্ছে বিভিন্ন জনগণের কাছ থেকে সংগ্রহ করে, যাদের প্রয়োজন ব্যাবসা বাণিজ্য করার জন্য তাদেরকে টাকা প্রধান করা হয়। এর পাশাপাশি বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকি। ১৯৯৯সালে এই ব্যাংকের কর্যক্রম শুরু করেছি, ২০২১ সাল থেকে সম্পূর্ণ ইসলামি ব্যাংকিং কার্যক্রম শুরু করা হয়েছে। ব্যাংকে মানুষের বিশ্বাস টা প্রয়োজন, আপনি আত্মীয়তা করতে গেলে মনে করেন আমার জামাইটা কি রকম হবে? ব্যাংকের সাথে অন্তরিক সম্পর্ক তৈরি হবার পরেই কিন্তু মনে করি ব্যাংকের সাথে কাজ করা। এইকাজটি হতে পারে বিভিন্ন ভাবে, যারা ব্যাংকে কাজ করি আমাদের সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন ব্যাক্তির সাথে সম্পর্ক তৈরি করি, বিভিন্ন গণমাধ্যমের মধ্যমে আমরা আহ্বান করি।
গ্রাহকদের সুবিধার জন্য ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন উত্তর চাষাঢ়ায় সুফিয়া কমপ্লেক্স থেকে স্থান পরিবর্তন করে শহরের ভাষা সৈনিক রোড মালুর মাঠ সংলগ্ন রাজু প্যালেস ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকটির শাখা র্কাযালয় করা হয়েছে।
এ সময় সিনিয়র অফিসার মুহাম্মদ আমিনুল ইসলামের সঞ্চালনায় ও চাষাঢ়া শাখার ব্যবস্থাপক মাসুদ মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপ-ব্যাবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. সাইদুজ্জামান।