বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
Led04সদর

নগরীর ড্রেনেজ কাজ দ্রুত সমাধানে এনসিসি’র প্রতি এনসিসিআই’র চিঠি

লাইভ নারায়ণগঞ্জ: নগরীর যানজট নিরসন ও রাস্তার দুই পাশে ড্রেনেজ কাজ দ্রুত সমাধানের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বরাবর চিঠি দিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির নেতৃবৃন্দরা। বুধবার (২১ মে) চেম্বারের সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফরের নেতৃত্বে সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান বরাবর এ চিঠি হস্তান্তর করা হয়। এসময় চলমান ড্রেন নির্মাণ কাজে বিষয় আলোচনা করেন তারা।

চিঠিতে যানজটের সমস্যা সমাধানে এখন থেকে ঈদ-উল-আযহা পর্যন্ত চলমান ড্রেন নির্মাণ কাজে নতুন ভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখা, যে যে স্থানে খনন রয়েছে তা অতিদ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করা ও বিদ্যমান ড্রেন পরিস্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। রাস্তা দিয়ে যাতে নির্বিঘ্নে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীসহ কোরবানির পশু পরিবহন, মার্কেট গুলোতে ঈদের কেনা কাটা ও চলাচল করতে পারে।

এ সময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি আবু জাফরের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন পরিচালক সোহেল আক্তার, পরিচালক মোঃ গোলাম সারোয়ার (সাঈদ), পরিচালক আহ্মেদুর রহমান তনু, পরিচালক শ্রী বিকাশ চন্দ্র সাহা সহ নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এম এ শাহেদ শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম রাজু, কার্যকরী সদস্য মোঃ জামিল আহমেদ ও মোঃ আবদুল্লাহ আল লিটন।

RSS
Follow by Email