শনিবার, মে ২৪, ২০২৫
Led01জেলাজুড়ে

নগরীতে ১৭টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসানো হবে

লাইভ নারায়ণগঞ্জ: আর ক’দিন বাদেই পবিত্র ঈদুল আযহা, ত্যাগের মহিমা নিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানির মধ্য দিয়ে আত্মত্যাগের এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পশুর হাট স্থাপনের প্রস্তুতি শুরু করেছে। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এবার নগরীর বিভিন্ন স্থানে মোট ১৭টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসানো হবে। তবে, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে শহরের মূল ফটকের ভেতরে কোনো হাট থাকছে না।

বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের সচিব নূর এ কুতুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই হাটের বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

দরপত্র প্রক্রিয়া শুরু: আগ্রহী ইজারাদারদের জন্য সুযোগ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অস্থায়ী হাটগুলোর জন্য আগামী ২৫ মে থেকে দুইদিন দরপত্র বিক্রি করা হবে। আগ্রহী ইজারাদাররা এই সময়ের মধ্যে দরপত্র সংগ্রহ করতে পারবেন। দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মে, সেদিন বিকেল সাড়ে তিনটায় দরপত্র খোলা হবে এবং চূড়ান্ত ইজারাদার নির্ধারণ করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু ও স্বচ্ছভাবে হাট ইজারার কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

কোথায় বসছে এই ১৭টি হাট:
সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই হাটগুলো বসবে, যা জনসাধারণের জন্য সুবিধাজনক হবে। সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল অঞ্চলের পাশাপাশি অন্যান্য এলাকাতেও পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে:

সিদ্ধিরগঞ্জ অঞ্চলে: ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা বালুর মাঠ, ৩ নম্বর ওয়ার্ডের সাজু ডেভেলপারের খালি জায়গা (সাবেক বিডিডি এল-এর জায়গা), ৪ নম্বর ওয়ার্ডের মনোয়ারা জুট মিলের উত্তর পাশের নুরুল হুদার খালি জায়গা, ৫ নম্বর ওয়ার্ডের বটতলা বালুর মাঠ, ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড টার্মিনাল সংলগ্ন সালাউদ্দিনের খালি জায়গা, ৭ নম্বর ওয়ার্ডের নাভানা সংলগ্ন কাশেমপাড়ার খালি জায়গা, ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি ওয়াপদা রোডের ডিএনডি খাল সংলগ্ন খালি জায়গা, একই ওয়ার্ডের জালকুড়ি ডাম্পিং স্পট সংলগ্ন খালি জায়গা, এবং ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মিলের খালি মাঠ।

কদমরসুল অঞ্চলে: ১৯ নম্বর ওয়ার্ডের সামিট পাওয়ার প্ল্যান্টের পেছনে খালি জায়গা, ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা মাঠের পশ্চিম পাশের খালি জায়গা, ২৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া লতিফ হাজীর মোড় সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন খালি জায়গা, একই ওয়ার্ডের সমরক্ষেত্রের মাঠ ও আলী আহাম্মদ চুনকা সড়ক কাবিলার মোড় সংলগ্ন কাশেম জামালের খালি জায়গা।

অন্যান্য স্থানে: ২৪ নম্বর ওয়ার্ডের কাইতাখালি গোলন্দাজের খালি জায়গা, ২৫ নম্বর ওয়ার্ডের চৌরাপাড়া এলাকার খালি জায়গা এবং একই ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা খেয়াঘাট সংলগ্ন খালি জায়গায় পশুর হাট বসানো হবে।

সিটি কর্পোরেশন আরও জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় এই হাটের সংখ্যা প্রয়োজনে বাড়তে বা কমতেও পারে। নগরবাসীর জন্য নির্বিঘ্নে কোরবানির পশু কেনাবেচার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

RSS
Follow by Email