বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
Led02আদালত

নগরীতে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, ৩ জনকে জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে যানজট নিরসনে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি.এম. রাহসিন কবিরের নেতৃত্বে শহরের চাষাড়া মোড়, মীর জুমলা সড়ক ও ২ নং রেল গেট এলাকায় সড়কে এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসকের নির্দেশে ও সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ অভিযানে সচেতন করা ও অবৈধভাবে পার্কিং করা গাড়ি উচ্ছেদ করা হয়। অভিযানে সড়ক পরিবহন আইনে ৩ টি মামলায় ৩ জন ব্যক্তিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে যানজট নিরসন লক্ষে সভার পর ২ ফেব্রুয়ারি থেকে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।

RSS
Follow by Email