নগরীতে যানজট নিরসনকল্পে উচ্ছেদ অভিযান, ৬ জনকে জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে যানজট নিরসনকল্পে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট’র নির্দেশক্রমে ওই অভিযান পরিচানা করা হয়। এ সময় ছয় মামলায় ৬জনকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নারায়নগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া আক্তার নেতৃত্বে চাষাড়া মোড়, বিবি সড়ক,মীর জুমলা সড়কসহ স্কে রোডে ওই অভিযান পরিচলনা করা হয়।
জেলা প্রশাসনের এক বার্তায় জানায়, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশক্রমে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের সহযোগিতায়, নগরীর যানজট নিরসনকল্পে বিকাল ৪টায় চাষাড়া মোড়, বিবি সড়ক,মীর জুমলা সড়কসহ স্কে রোডে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকালে সাধারন জনগন সচেতন করা হয়।এবং অবৈধভাবে পার্কিং করা গাড়ি উচ্ছেদ করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন-২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ -এ ৬টি মামলায় ৬ জন ব্যক্তিকে ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।