সোমবার, মার্চ ১০, ২০২৫
Led02সদর

নগরীতে ব্যানার ফেস্টুন অপসারণে এনসিসির অভিযান

লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে সকল ব্যানার ফেস্টুন অপসারণের লক্ষে অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। সোমবার (১০ মার্চ) সকালে শহরের বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া এলাকাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় রাস্তার পাশের স্ট্রিটলাইট ও বৈদ্যুতিক খুটিসহ বিভিন্ন স্থাপনা থেকে রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের বিপুল পরিমাণ ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (সিইও) জাকির হোসাইন গণমাধ্যমকে জানায়, ঈদকে ঘিরে পুরো শহরে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ। বছরব্যাপী এমন কার্যক্রম চলমান থাকে।

RSS
Follow by Email