বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
Led02বিশেষ প্রতিবেদন

নগরীতে বাড়ছে বিশৃঙ্খলা, ভোগান্তিতে পড়েছে জনসাধারণ

# অনিয়ম হলে আমরা আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো: এডিএসপি ট্রাফিক

লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে বেড়েই চলছে বিশৃঙ্খলা। সড়কে আইন মানছে না প্রাইভেটকার, মিশুক, রিকশা, অটোসহ বিভিন্ন যানের চালকরা। নিত্যদিনের যানজট এড়াতে অনেকেই উল্টোপথে যাত্রা করছে, যার দরুণ নতুন করে সৃষ্টি হচ্ছে যানজট। সেই সাথে সড়কের পাশে অবৈধ সিএনজি-মিশু-অটো স্ট্যান্ড, গাড়ি পার্কিং এর কারণে চলাচলের পথ আরও সংকীর্ণ হয়ে আসছে। এতে করে ভোগান্তিতে পড়ছে নগরবাসী।

যানজট সমস্যায় বছর জুড়েই ভুগছে নগরবাসী। বঙ্গবন্ধু সড়ক, শায়েস্তা খাঁ সড়ক, নবাব সিরাজউদ্দৌলা সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কসহ বিভিন্ন সড়কেই যানজটের দেখা মেলে। সড়কের সংস্কার কাজ, সড়কের পাশে অবৈধ পার্কিং, ফুটপাথ ও সড়কের হকারদের, সিএনজি-মিশুক-লেগুনার অবৈধ স্ট্যান্ডসহ নানা কারণে সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। তবে এই যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে কৌশল অবলম্বন করেন অনেক যানচালক। সড়ক কিছুটা ফাকা দেখলেই সুযোগ পেয়ে উল্টোপথে যাতায়াত শুরু করেন। কিন্তু কিছু দূর যেতে না যেতেই সামনে থেকে আসা যানের সম্মুখীন হলেই থেমে যাচ্ছে। পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টায় যান চলাচলের পথ বন্ধ হয়ে আসছে, সৃষ্টি হচ্ছে যানজট।

সোমবার (৩০ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু সড়কের দুই পাশে ড্রেনের সংস্কার চলমান রয়েছে। উকিলপাড়ার প্রবেশ পথের কাছ থেকে নিয়ে গলাচিপার কাছে সড়কের পাশে ভেকু, মাটি, ইট-পাথরের স্তূপ পড়ে আছে। এতে করে নিতাইগঞ্জ থেকে চাষাড়ামুখী সড়কের একটি লেন চলার অনুপযোগী হয়ে আছে। ২নং রেল গেইট এলাকায় সড়কে সংস্কার কাজ চলায় চাষাড়া থেকে আসা পথে যানজট সৃষ্টি হচ্ছে। এসময় থেমে থাকা যানের সারি দ্বিগুবাবুর বাজার পর্যন্ত এসে পড়ে। এসময়ে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে দিয়ে বিভিন্ন মিশুক, অটোরিকশা ২নং রেল গেইটের দিকে উল্টোপথে যাওয়া শুরু করে। সড়কের পাশ ঘেষে ধীর গতিতে যাত্রী নিয়ে যেতে থাকেন চালকরা। প্রায় সময়ই সামনে থেকে আসা যানের মুখোমুখী হলে, যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সময় গড়াতে গড়াতে তা যানজটে রূপ নেয়।

কয়েকজন অটো-চলাকদের সাথে কথা হলে তারা লাইভ বলেন, যানজটে ৩০ মিনিট-ঘন্টাখানেক আটকে থাকার চাইতে উল্টা রাস্তায় গাড়ি চালাই। চেপে চেপে সামনের দিকে গিয়ে যাত্রীদের নামাই। নইলে রাস্তায় আটকে থাকতে হয়।

সিয়াম আহমেদ নামে এক চাকুরিজীবী লাইভ নারায়ণগঞ্জকে জানান, সড়কে আজকাল মানুষ আইনের তোয়াক্কা না করেই চলাফেরা করছে। অবৈধ স্ট্যান্ড, হকারদের সড়ক দখলে এমনিতেই সড়কে চলাচল কষ্টসাধ্য হয়ে উঠেছে। এর উপর উল্টোপথে প্রাইভেটকার, রিকশা, মিশুকের চলাফেরা সড়কের শৃঙ্খলা নষ্ট করছে। সড়কে উল্টোপথে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ। বিভিন্ন সময়ে ছোট-বড় দুর্ঘটনা ঘটছেই। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ-প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

রিফাত নামে এক পথচারী লাইভ নারায়ণগঞ্জকে জানান, চাষাড়া পপুলারের সামনে, কালিরবাজারে ফ্রেন্ডস মার্কেটের সামনে, ২নং রেল গেইটের সামনে রঙ রুটে গাড়ি চলছেই। অনেক সময় এরাই যানজট বাঁধায়। মাঝেমধ্যে মাঝ সড়কেই অনেকে বাকবিতন্ডায় জড়িয়ে ঝগড়া শুরু করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর লাইভ নারায়ণগঞ্জকে বলেন, নগরীর বিভিন্ন সড়কে সংস্কার কাজ চলছে। ২নং রেল গেইট ডিআইটির ডিকে ড্রেনের সংস্কার কাজ চলছে। মাটি, ইট-পাথর, ম্যাশিনারিজ দিয়ে সড়কের প্রায় অর্ধেক অকিউপাই হয়ে আছে। এর উপর চাষাড়ায় ডিপিডিসির কাজ হয়েছে। তবে কাজের পর মাটি ফেলা হয়েছে, ঢালাই দেওয়া হয়নি। চলাচলের চলাচলের পথ সংকীর্ণ হয়ে আছে। ট্রাফিক পুলিশের সদস্যরা বিভিন্ন পয়েন্টে কাজ করছেন।

তিনি বলেন, ৫ই আগস্টের পর অনেকেই ট্রাফিক রুলস এন্ড রেগুলেশন মানছে না। যেসব গাড়িগুলো শহরে চলতো না, সেগুলো শহরে চলছে। আমরা আর্মি, ম্যাজিস্ট্রেট, পুলিশ মিলে বিভিন্ন অভিযান পরিচালনা করছি, মামলা দিয়ে জরিমানা করছি, আটক করছি, রেকারিং করছি। অনেকেই আইনকে গুরুত্ব দিচ্ছে না। আইনের প্রতি অনেকেই শ্রদ্ধাশীল নয়। অনিয়ম হলে আমরা আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। আশা করছি, সড়কের সংস্কারের কাজ শেষ হলে সড়কে শৃঙ্খলা পুরোপুরি ফিরে আসবে।

RSS
Follow by Email