শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led05রাজনীতি

নগরীতে বাসদ নেতার উপরে হামলার প্রতিবাদে মানববন্ধন

লাইভ নারায়ণগঞ্জ: বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলার বাসদ সমন্বয়ক কমরেড আব্দুর রাজ্জাকের উপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে, মানববন্ধন ও শহরে বিক্ষোভ করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ সোনারগাঁও উপজেলার সমস্বয়ক বেলায়েত হোসেন, বাসদ জেলা কমিটির সদস্য এস এম কাদির।

নেতৃবৃন্দ বলেন, কুমিল্লা শিল্পকলা একাডেমির সামনে গত ৫ আগস্টের পরে নবাব ফয়জুন নেছা ও মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের প্রতিকৃতিতে কালি লেপন করে একদল দুস্কৃকিতারী। বাসদের পক্ষ থেকে কুমিল্লা প্রশাসনকে বারবার দৃষ্ঠি আর্কষন করলেও কালী লেপন মোছা হয়নি। ১০ ডিসেম্বর বাসদ নেতা আব্দুর রাজ্জাক এলাকার মানুষদের নিয়ে কালী মোছার উদ্যোগ নেয়। কালী মোছার সময় দূর্বৃত্তরা আব্দুর রাজ্জাকের উপর নির্মম হামলা চালায়। তাকে ব্যাপক মারধর করা হয়, পিস্তল দিয়ে মাথায় আঘাত করা হয়। এক পর্যায়ে এলাকার লোকজন মারাত্ত্বক আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে কুমিল্লা হাসপালে নিয়ে যায়।

নেতৃবৃন্দ আরো বলেন, নবাব ফয়জুন নেছা বৃহত্তরও কুমিল্লা অঞ্চলে প্রচুর স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন। নারী শিক্ষা বিস্তারেও তার গুরুত্ত্বর্পূণ ভূমিকা ছিলো। তিনি এই অঞ্চলে অনেক হাসপাতালও তৈরী করেন। কুমিল্লাসহ সারাদেশে একজন মহিয়ষী নারী ও সমাজ সংস্কারক হিসেবে তিনি সম্মানিত। স্বৈরাচারী হাসিনার পতনের পর একটি অন্তবর্তী সরকার দেশ পরিচালনা করছে। গণ-অভ্যুত্থানের পরপরই স্বৈরাচারের দোসররা ও মৌলবাদী গোষ্ঠী এই ধরনের বড় মানুষদের মুছে ফেলার চেষ্ঠা করছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা একটি স্বাধীন দেশের জন্য লজ্জাজনক। প্রশাসন এখনও আব্দুর রাজ্জাকের উপর হামলাকারী ও প্রতিকৃতিতে কালী লেপনকারীকে এখনো পর্যন্ত গ্রেফতার করে নি। নেতৃবৃন্দ অবিলম্বে প্রতিক্রিয়াশীল দুর্বৃত্ত চক্রকে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

RSS
Follow by Email