শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02সদর

নগরীতে বকেয়া বেতনের দাবিতে ক্রোণী ও অবন্তীর শ্রমিকদের সমাবেশ

লাইভ নারায়ণগঞ্জ: কারখানার লে-অফ বাতিল ও বকেয়া বেতনের দাবিতে নগরীতে সমাবেশ করেছে ক্রোণী এ্যাপারেলস্ ও অবন্তী কালার টেক্স এর শ্রমিকরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে বিকেএমইএ‘র কার্যালয়ের সামনে শ্রমিকরা সমাবেশ করে।

সমাবেশে শ্রমিকরা জানান, কারখানা থেকে বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এসময় নেতৃবৃন্দ বলেন, আমরা শ্রমিকরা আমাদের দাবি আদায়ের জন্য ডিসি অফিসে, কল কারখানার অফিসে, বিকেএমইএ ভবনে বিক্ষোভ করবো। প্রয়োজনে শিল্প পুলিশের কার্যালয় ঘেরাও করবো। কিন্তু রাস্তা-ঘাট ঘেরাও করবো না। শ্রমিকরা বিভিন্ন জায়াগায় যাচ্ছেন, সমাবেশ করছে। কেন হচ্ছে এমন, আমরা শ্রমিকরা ক্ষুধার্ত। অনেকে অপদস্ত হচ্ছেন, পরিবারের খাবার জোগাড় করতে পারছে না। আমরা এখন অসহায়। আমরা প্রাপ্য পাওনার জন্য, নিজের দাবি দাওয়া নিয়ে বিকেএমইএ, কল-কারখানা অফিসে নিবেদন করছে।

তারা আরও বলেন, আমাদের আর অপমান-অপদস্ত হতে দিয়েন না। আমাদের পাওনা ফিরিয়ে দেন। আমাদের শ্রমিকদের মুজুরি এখনও পরিশোধ করা হচ্ছে না। আমরা অশান্তি সৃষ্টি করতে চাই না। আমাদের কারণে দুর্গোৎসবে উৎসবমুখর পরিবেশ নসাৎ হউক আমরা চাই না। অতিদ্রুত কোণী, অবন্তীসহ নারায়ণগঞ্জের সকল কল কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করুন।

RSS
Follow by Email