মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
Led01জেলাজুড়েসদর

নগরীতে নেমেছে ট্রাফিক পুলিশ, ছাত্ররা সহ খুশি জনসাধারণ

লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে সীমিত পরিসরে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত হয়েছেন পুলিশ সদস্যরা। মঙ্গলবার (১৩ই আগস্ট) বেলা বারোটা থেকে চাষাড়া ও দুই নং রেলগেট এলাকায় ট্রাফিক পুলিশ সদস্যদের কাজ করতে দেখা যায়।

সড়কে পুলিশ সদস্যদের দেখে আনন্দিত হন ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা সহ জনসাধারণ। এই সময় শিক্ষার্থীরা ফুল দিয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানান।

ট্রাফিকের দায়িত্বে কাজ করা আবু বক্কর সিদ্দিক নামের একজন শিক্ষার্থী বলেন, মাঠে ট্রাফিক পুলিশ এসেছেন। আমরা বেশ আনন্দিত তাদের সাথে কাজ করে। আমরা চাই পুলিশ প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করুক, তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আমরা সবাই সেবা করার মনোভাব নিয়েই মাঠে নেমেছি। আমরা যে যেভাবে পারছি মানুষের সহযোগিতা করছি। আগামীতে আমরা দেশের সকল উন্নয়নমূলক কাজে ছাত্ররা অংশ নিতে চাই।

 

অপর এক শিক্ষার্থী বলেন, আমরা এতদিন নিজ দায়িত্বে ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। আমাদের বড় ভাইয়ারা আমাদের মেয়েদের সাহায্য করেছেন। সড়কে পুলিশ ট্রাফিক দায়িত্ব নেমেছেন। এতে আমরা বেশ আনন্দিত। সব পয়েন্টে এখনো পুলিশ দেখি নাই আমরা। তাদের আমরা যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব।

 

ট্রাফিক ইন্সপেক্টর নাজমুল হোসেন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, বিগত কয়দিনে নারায়ণগঞ্জসহ পুরো বাংলাদেশ অস্থিরতার কারণে আমরা সড়কে অবস্থান নিতে পারিনি। কোন পুলিশ কর্মকর্তাও ছিলেন না। তবে পর্যায়ক্রমে থানা গুলিতে পুলিশ কর্মকর্তারা কাজ শুরু করেছেন। আমরা নারায়ণগঞ্জ জেলার ট্রাফিক পুলিশ মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় সকাল থেকেই ট্রাফিকের ফোর্স নিয়ে প্রস্তুত হয়ে সড়কে কাজ করা শুরু করেছি।

 

প্রসঙ্গত, ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এক সপ্তাহেরও বেশি সময় ধরে সড়কে দেখা যায়নি পুলিশ সদস্যদের। সড়কে বিশৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিকের দায়িত্বে নেমে পড়ে শিক্ষার্থীরা।

RSS
Follow by Email