নগরীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ডুবেছে সড়কসহ অলি-গলি
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে টানা বৃষ্টিতে বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলি তলিয়ে গেছে হাঁটুপানিতে। বিভিন্ন এলাকায় বাসাবাড়িসহ ব্যবসাপ্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে সড়কের নোংড়া পানি। সবুজবাগ, খানপুর রেল লাইনের মতো নিচু জায়গাগুলোতে অনেক ঘরের চুলা ডুবে এই পানিতে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
সোমবার (২৮ জুলাই) নগরীর খানপুর, কালিরবাজার, চাষাড়া, সস্তাপুর, পঞ্চবটি, পাঠানটুলি, সবুজবাগসহ আশেপাশের বিভিন্ন এলাকায় সরেজমিনে এমন চিত্রের দেখা মেলে। উন্মুক্ত ড্রেন ও সড়কের পাশে জমা থাকা ময়লা জেলাবদ্ধতায় ভেসে আসছে সড়কে। বিভিন্ন স্কুলের ছোট বড় শিক্ষার্থীরা সেই হাটু সমান পানি পেড়িয়ে ফিরছে বাসায়। এই ভোগান্তির সুযোগ নিয়ে রিকশা-অটো ও লেগুনার মতো গণপরিবহণে অতিরিক্ত ভাড়ার অভিযোগ করেছে যাত্রিরা। এতে করে বিশেষ বিপাকে পরেছে কর্মজীবিরা, স্থবির হয়ে পড়েছে জনজীবন। জলাবদ্ধতার নোংড়া পানির মাধ্যমে বিভিন্ন রোগ হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরাও।
এ বিষয়ে নগরীর খানপুর এলাকার বাসিন্দা আলি আহমেদ বলেন, শহরের অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বৃষ্টিপাত হলেই সড়কে ও এলাকাগালোতে জলাবদ্ধতা এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। সকালে বাসা থেকে বের হয়ে সড়কে পানির মধ্য দিয়ে কর্মস্থলে যেতে হয়।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবেদ আমেরী জানান, অফিসে যাওয়ার রাস্তায় হাঁটুসমান পানি থাকায় বাড়তি রিকশাভাড়া দিয়ে রাস্তা পার হতে হয়েছে। এখানের ড্রেনগুলো পরিষ্কার করলেও কোনো লাভ হয় না, একটু বৃষ্টি হলেই রাস্তাগুলো তলিয়ে যায়। জলাবদ্ধতা নিয়ন্ত্রণে যথাযথ প্রস্তুতির অভাবে প্রতিবছর একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এসময় অটোরিকশা চালক আফজাল জানায়, পানির কারণে রিকশা চালাতে বেকায়দায় পড়তে হয়। ব্যাটারি ও ইঞ্জিনচালিত গাড়িগুলো বিকল হয়ে যাচ্ছে, ফলে আয় কমে গেছে। তাছাড়া অতিরিক্ত মেরামতের খরচও গুনতে হচ্ছে।