রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led04রাজনীতি

নগরীতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম সাগরের বিরুদ্ধে ওয়ার্ড বিএনপি’র কার্যলয়, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাংচুর করার অভিযোগে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের ৭ নং ওয়ার্ডের গলাকাটা কাশেমের ছেলে সাগর মহানগর ছাত্রদলের সভাপতি। সে এমন কোন জায়গা নেই, যেখান থেকে চাঁদাবাজি করেনি। ৭ নং ওয়ার্ডের পাশেই আদমজী ইপিজেডে হুমকি ধমকি দিয়ে ঝুট বের করছে। যুবলীগের মতি, পানি আক্তারের সন্ত্রাসী বাহিনী নিয়ে সে এসকল ব্যাবসা করছে। আমরা বাঁধা দেয়ায় সেখানে তারা বিএনপির অফিস ভাংচুর করেছে। আমাদের দলের নেতাদের উপর তারা হামলা চালিয়েছে।

মানব বন্ধনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড এর বিভিন্ন নেতাকর্মী সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এর আগে গত রবিবার রাতে সিদ্ধিরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ৭ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায় সন্ত্রাসীরা। এসময় হামলায় প্রায় ১৫ জন আহত হন। এঘটনায় মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগরকে দোষারোপ করেন স্থানীয়রা। সাগরের খালাতো ভাই সোহেল, যুবলীগ নেতা মতিউর রহমান মতির কর্মী পানি আক্তার, ভাগিনা মামুনসহ শতাধিক হামলাকারী বিএনপি কার্যালয়ে এই হামলা ও ভাংচুর চালায় বলে জানান তারা।

RSS
Follow by Email