সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
রাজনীতি

নগরীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় শহরের উকিলপাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও মহানগর ছাত্রদলে সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপন এর উদ্দ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া লন্ডনে চিকিৎসারত তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সামাউন ইসলাম স্বর্না, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হাসান রবিন, সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম সজীব, ইব্রাহিম আহমেদ বাবু, সহ সাংগঠনিক জামাল হোসেন জয়, বন্দর উপজেলা কৃষক দলের সভাপতি
ফারুক মিয়া প্রমুখ।

RSS
Follow by Email