নগরীতে ছিনতাই প্রতিরোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান
লাইভ নারায়ণগঞ্জ: ছিনতাই প্রতিরোধে সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ পুলিশের ট্রাফিক বিভাগ। অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগরের নেতৃত্বে সোমবার (১৬ অক্টোবর) বিকেলে নগরীর বঙ্গবন্ধুর সড়কের জিমখানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হোন্ডা, মটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশী ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়, ট্রাফিক আইন অমান্য কারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর বলেন, বর্তমান সময়ে ছিনতাইকারীদের উৎপাত বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাই মাননীয় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্যারের নির্দেশে আমি নিজে উপস্থিত থেকে বিভিন্ন পরিবহনের কাগজপত্র যাচাই-বাছাই করেছি। যাদের কাগজপত্র ঠিক পেয়েছি তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। যাদের কাগজপত্র ছিলো কিন্তু ট্রাফিক আইন মেনে চলেনি তাদেরকে প্রচলিত আইনে মামলা দেয়া হয়েছে।