শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Led01Led03জেলাজুড়ে

নগরীতে ঘন কুয়াশায় জনজীবন ভোগান্তিতে

লাইভ নারায়ণগঞ্জ: সকাল থেকেই নগরী কুয়াশায় আচ্ছন্ন, সাথে আছে মৃদু হিমেল ঠান্ডা হাওয়া। তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় কিছুটা ভেগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। তবে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন খেটে খাওয়া নিম্ন আয়ের হতদরিদ্র মানুষরা। দৈনন্দিন কাজে ও যান চলাচলে দেখা দিয়েছে স্থবিরতা। ছিন্নমূল জনগোষ্ঠীর মধ্যে গরম কাপড়ের জন্য সৃষ্টি হয়েছে হাহাকার। এদিকে কিছু হাসপাতাল-ক্লিনিক ঘুড়ে দেখা যায় এই শীতে রোগীদের কাতারে শিশু ও বয়ষ্কদের সংখ্যা বেশি।

২১ ডিসেম্বর (শনিবার) নগরীতে দেখা যায় এমই চিত্র। বিগত কয়েকদিন ধরে তেমন কোন শীত না পরলেও আজ সকাল থেকে যেন নগরীর কুয়াশা কাটছে না। সারাদিনে সূর্যের মুখ দেখা ২-১ ঘণ্টার বেশি দেখা যায় নি। দুপুর পর্যন্ত শীতের তীব্রতা কিছুটা কমলেও বিকেল থেকে তা আবারও বাড়ছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঠাণ্ডার প্রকোপ বাড়বে বলে আভাস দিয়েছে একাধিক আবহাওয়া ভিত্তিক ওয়েবসাইট।

জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না নগরবাসী। ফুটপাত-রাস্তায় দেখা মেলে অধিকাংশ চাকুরীজীবি ও খেটে খাওয়া মানুষদের। রেল স্টেশনবাস-টার্মিনাল গুলোতে গুটিসুটি মেরে বসে আছে পথশিশুরা। গরম চায়ে চুমুক দিতে দোকানে ভীর জমাচ্চে অনেকেই। জনসমাগম স্থানগুলোতে লোকজনের উপস্থিতিও তুলনামূলক কম। জীবিকার তাগিদে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ বের হলেও কাজ না পেয়ে অনেকে চরম দুর্ভোগে পড়েছে।

আবহাওয়া অফিস জানায়, ঘন কুয়াশার মধ্যে দিয়ে রাতে তাপমাত্রা নামতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শৈত্য প্রবাহের মাত্রা বেড়ে যাওয়ায় তাপমাত্রা নেমে এসেছে। আগামী আরও ২-৩ দিন এই অবস্থা বিরাজ করতে পারে। এরপর তাপমাত্রা বাড়ার আশংঙ্কা আছে

RSS
Follow by Email