সোমবার, জুলাই ১, ২০২৪
Led03জেলাজুড়েসদর

নগরীতে গ্যাস লিকেজে ড্রেনে আগুন

লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে গ্যাস লিকেজের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ জুন) সাড়ে ৪ টার দিকে সিনেমাহলের পিছনের গোলীতে (উত্তর-পূর্ব দিকে) ড্রেনে এ অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এ্যবাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, গুলশান সিনেমাহলের পিছনের সড়কে ড্রেনে আগুন লাগে। স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাসের পাইপ থেকে গ্যাস লিকেজের কারণে এ আগুন লাগে। এব্যাপারে আমরা তিতাস গ্যাস কর্তপক্ষকে খবর দিয়েছি।

RSS
Follow by Email