শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
রাজনীতি

নগরীতে কালো পতাকা মিছিল, নেতাকর্মী নিয়ে সাগর প্রধান

লাইভ নারায়ণগঞ্জ: একদফা দাবি বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কালো পতাকা গণমিছিলে তীব্র বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের নিয়ে যোগদান করেছেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান।

শনিবার (২৬ আগষ্ট) বিকেল চারটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে কালো পতাকা গণমিছিল কর্মসূচি শুরু করে মহানগর বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন- মহানগর যুবদল নেতা মনজুর হোসেন, মাহবুব হোসেন, জাকির হোসেন,সুমন প্রধান, মাসুম মিয়া, শহীদ ভূঁইয়া, শাহাবুদ্দিন, হুমায়ুন কবির, মোঃ ওয়াসিম,মোঃ মোঃ সোলেমান হালিম প্রধান, মোঃ ফারুক হোসেন, মোঃ আলম হোসেন প্রমুখ

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

RSS
Follow by Email