বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
জেলাজুড়েধর্মসদর

নগরীতে ইসলামী আন্দোলনের শরবত বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: নগরীর পয়েন্টে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২ টা থেকে নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ৩নং ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে ওই কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর দফতর সম্পাদক মুহা. রহমতুল্লাহ লড়াকু সহ স্থানীয় নেতৃবৃন্দ। আলহামদুলিল্লাহ পথচারী সকল শ্রেণীর মানুষ সুস্বাদু ঠান্ডা শরবত অত্যন্ত আগ্রহের সাথে গ্রহণ করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি এক যুক্ত বিবৃতিতে বলেন, আগামী ২৭ এপ্রিল শনিবার নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন স্থানে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হবে, ইনশাআল্লাহ। তাছাড়াও তিনি বলেন, বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে ঠাণ্ডা পানি ও শরবত বিতরণের জন্য কর্মসূচি গ্রহণ করতে হবে।

RSS
Follow by Email