মঙ্গলবার, মে ৬, ২০২৫
Led01অর্থনীতি

নগরীতে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস, ক্রেতাদের ক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: চলতি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করলেও সে দামে বিক্রি হচ্ছে না নগরীতে। মে মাসের জন্য নির্ধারিত দামের থেকে অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে নিত্য প্রয়োজনীয় এই গ্যাস। মূল্য হ্রাসের ঘোষণা দেওয়ার পরও বেশি দামে গ্যাস কিনতে করতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা।

বুধবার (৬ মে) নগরীর কালিরবাজারসহ বিভিন্ন আশেপাশের এলাকার দোকানগুরোতে দেখা যায় এমন চিত্র। সরকার গত মাসের তুলোনায় ১৯ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার দাম ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করলেও নগরীতে বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। অধিক দামের বিষয়ে জানতে চাইলে ডিস্ট্রিবিউটরদের দুষছেন ব্যবসায়িরা।

কালির বাজার কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট সংলগ্ন তানভীর এন্টারপ্রাইজের কর্মী বলেন, ‘গ্যাসের দাম প্রতি মাসে বাড়ানো বা কমানো হয় কিন্তু কম্পানি সে দামে সিলিন্ডার পাঠাতে পাঠাতে মাসের অর্ধেক চলে যায়। আমাদের কাছে যে সিলিন্ডার আছে সেগুলো তো প্রতি মাসের টা মাসে বিক্রি হয় না। তবুও চেষ্টা করি সরকারের দামের সাথে মিল রাখার। আমরা তো আনি ডিলারের কাছে থেকে। ডিস্ট্রিবিউটর যে দাম রাখে আমাদের তার থেকে একটু বাড়িয়ে বিক্রি করতে হয়।

আরেক ব্যবসায়ি রবি রায় জানায়, ১২ কেজি ও ১৫ কেজির সিলিন্ডারের দাম আগের তুরোনায় কমেই বিক্রি করি। নামিদামি সিলিন্ডারের দাম বরাবর একটু বেশি থাকে যেমন বসুন্ধরা, টোটালসহ আর কিছু। এখন সরকার দাম যতোই নির্ধারন করুক, কোম্পানি থেকে ডিস্ট্রিবিউটরই বোতল প্রতি দাম বাড়ায় ৩০ টাকা। ডিস্ট্রিবিউটর ও আবার দাম বাড়িয়ে বিক্রি করে। তাই শেষে গিয়ে দামটা বেশি পড়ে।

ক্রেতা আসফাক বলেন, বিগত কয়েক মাস ধরেই সরকার গ্যাসের দাম ক্রমাগত কমিয়েছে। পত্রিকায় পড়লাম যেমন এ মাসেই আগের থেকে দাম ১৯ টাকা কমিয়েছে। এখন দোকানে আসলে দোকানদাররা বলে মাত্র ঘোষণা আসছে দাম কমতে সময় লাগবে। এখন সিলিন্ডার তো প্রতিদিন কিনি না। ভোক্তা পর্যায়ের দাম কমার অপেক্ষাও করতে পারবো না। সরকার জণগনের সুবিধার জন্যই দাম কমাচ্ছে ঠিক আছে কিন্তু মাঠ পর্যায় কি সেই দাম বাস্তবায়ন হচ্ছে কি না সেটা দেখা দরকার।

প্রসঙ্গত, এপ্রিল মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি। গত ৩ মার্চ ওই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এর আগের মাস ফেব্রুয়ারিতে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক হাজার ৪৭৮ টাকা। সর্বশেষ মে মাসের জন্য ১৯ টাকা কমিয়ে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে এক হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

RSS
Follow by Email