রবিবার, এপ্রিল ২০, ২০২৫
Led01আদালত

নকশাবহির্ভূত নির্মাণে রাজউকের কঠোর পদক্ষেপ, জরিমানা

লাইভ ‎নারায়ণগঞ্জ:নকশাবহির্ভূতভাবে নির্মিত ভবনের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নারায়ণগঞ্জ ৮/৩ জোনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরের আলম খান লেন এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন।

অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের ৮/৩ জোনের সহকারী অথরাইজড অফিসার এফ. আর. আশিক আহমেদ, মো. নেয়ামুল জহির, ইমারত পরিদর্শক মো. রাজিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি প্রতিনিধি দল।

অভিযানে ‘ষ্টার ভিউ হাউজিং লিমিটেড’-এর থান কমপ্লেক্স এবং পশ্চিম দেওভোগ আলী আহম্মদ চুনকা সড়কের পাশে ‘খন্দকার হাউজিং লিমিটেড’-এর প্রকল্প ‘খন্দকার সফুরা ভিলা’-এই দুটি নকশাবহির্ভূত নির্মাণাধীন ভবনকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। ভবনগুলোর অতিরিক্ত অবৈধ অংশ ভেঙে ফেলা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভবনের নির্মাণ কাজ স্থগিত করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন বলেন, দুটি ভবনের মালিককে জরিমানা করা হয়েছে। তারা অনুমোদিত নকশা উপেক্ষা করে অবৈধভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল। এছাড়া, অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়েছে, নকশা অনুমোদনের বাইরে কোনো কার্যক্রম চলবে না এবং নকশা অনুযায়ী সংশোধন না হওয়া পর্যন্ত নির্মাণ কার্যক্রম বন্ধ থাকবে।

একই অভিযানের অংশ হিসেবে দেওভোগ বেপারী পাড়ার মতিন বেপারীর নির্মাণাধীন ভবন ও কারখানার কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত করা হয়।

RSS
Follow by Email