শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
সাহিত্য

‘ধ্রুব’র সেরা লেখক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তিন গুণী সাহিত্যিক

লাইভ নারায়ণগঞ্জ: সাহিত্যের ছোট কাগজ ‘ধ্রুব’-এর অক্টোবর ২০২৫ সংখ্যায় সেরা লেখক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তিন গুণী সাহিত্যিক। জুরি বোর্ডের বিবেচনায় স্ব স্ব লেখায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় এই তিন লেখক সম্মাননা পুরস্কারে ভূষিত হন।

সম্মাননা প্রাপ্তরা হলেন—দেশখ্যাতিমান ছড়া সাহিত্যিক ও গীতিকার গোলাম নবী পান্না, ছড়া সাহিত্যিক ও গবেষক চঞ্চল মেহমুদ কাশেম, এবং কবি ও পুঁথিসম্রাট জালাল খান ইউসূফী।

জানা গেছে, আগামী নভেম্বরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর ‘ধ্রুব’-এর সম্পাদক বরেণ্য ছড়া সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উপলক্ষে ‘ধ্রুব’-এর অক্টোবর ২০২৫ সংখ্যাটি তাঁকে নিবেদিত করা হয়। সম্পাদককে নিবেদিত এই বিশেষ সংখ্যাটির জন্য তখন লেখকদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছিল এবং পুরস্কার ঘোষণা করা হয়।

বাংলাদেশ ও দেশের বাইরের লেখকরা সাব্বির আহমেদ সেন্টুকে নিয়ে লেখা জমা দেন। সেসব প্রেরিত লেখা বিচার বিশ্লেষণের মাধ্যমে গোলাম নবী পান্নার লেখা প্রথম স্থান, চঞ্চল মেহমুদ কাশেমের লেখা দ্বিতীয় স্থান এবং জালাল খান ইউসূফীর লেখা তৃতীয় স্থান লাভ করে।

RSS
Follow by Email