ধামগড় ইউনিয়নে মাসুদুজ্জামানের পক্ষে বিএনপির প্রচারণা
লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ধানের শীষের প্রচারণা কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ধামগড় ইউনিয়নে এই প্রচারণাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য এডভোকেট বিল্লাল হোসেন, বন্দর থানা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন, এবং বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।
এই প্রচারণায় বন্দর উপজেলা কৃষকদলের সভাপতি মোহাম্মদ ফারুক মিয়া ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ সহ প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন। তারা দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে জনগণের মাঝে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
নেতৃবৃন্দ জানান, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য হলো জনগণের অধিকার পুনরুদ্ধার, গণতন্ত্রের বিকাশ ও দেশের অর্থনৈতিক পুনরুজ্জীবন। তাঁদের মতে, মাসুদুজ্জামান মাসুদের লক্ষ্যও একই—গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা।
বক্তারা জানান, মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জবাসীর সেবায় নিজেকে নিবেদন করতে চান এবং দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে তৃণমূলের পাশে থেকে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তার প্রধান প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে, নারায়ণগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করে একটি শান্তিপূর্ণ, উন্নত ও কর্মসংস্থাননির্ভর নগরী হিসেবে গড়ে তোলা। নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে এমআরটি-২ প্রকল্প বাস্তবায়ন। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা।
ধামগড় ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব আলী মুন্সী, সহ-সভাপতি রুহুল আমিন (মদনপুর ইউনিয়ন), শাজাহান মোল্লা (যুগ্ম সম্পাদক, ধামগড়) সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই গণসংযোগে অংশ নেন।
