ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ, মাসুদুজ্জামানের নেতৃত্বে জনসমর্থন জোরদার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ (সদর -বন্দর) আসনের ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী, ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের পক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া পুল থেকে পাইকপাড়া এলাকার প্রধান প্রধান আবাসিক এলাকা, পাইকপাড়া আদর্শ মহিলা স্কুল এন্ড কলেজ রোড, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, কাচারি গলি ও নিতাইগঞ্জ ব্যবসায়ী এলাকায় ধানের শীষ ও ৩১ দফা রাষ্ট্র মেরামত কাঠামোর পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর এ গণসংযোগ কার্যক্রম সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিঃযুগ্ম আহবায়ক মোঃ আবদুস সবুর খাঁন সেন্টু, যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, সাবেক সদর থানা যুবদলের সভাপতি মহানগর বিএনপি নেতা জাহাঙ্গীর মাতবর, মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ( দপ্তর) সজিব, ১৭ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মন্টু, মোঃ আলী, মুন, ভুইঁয়া পাড়ার স্থানীয় নেতা লেকু ভূঁইয়া, ১৪ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আক্তার হোসেন, ১৫ নং ওয়ার্ড যুবদল নেতা ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহ সাধারণ সম্পাদক মোঃ হানিফ, তারেক জিয়া প্রজন্ম দলের নারায়ণগঞ্জ মহানগরের সহ সভাপতি মোঃ মোশাররফ হোসেন, ১৩ নং ওয়ার্ডের আমলাপাড়া বড় বাড়ির বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মোঃ শাহজাহান, তানজিল, সদর থানা যুবদল নেতা স্বপন, নারায়ণগঞ্জ মহানগর, সদর থানা বিএনপি ও যুবদল, ছাত্রদল, কৃষক দলের নেতৃবৃন্দ যথাক্রমে দেলোয়ার, নুর আলম,সিপন,মোস্তাক,শাহ জালাল,টমাস,সেলিম,সুজন, সঞ্জু,জিতু,রাকিব, বাবু প্রমুখ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নারায়ণগঞ্জ-৫ (সদরুবন্দর) আসনের ধানের শীষের প্রার্থী জনাব মাসুদুজ্জামান মাসুদের নির্দেশে শৃঙ্খলা বজায় রেখে ত্যাগী নেতাকর্মীদের সম্মিলিত ঐক্যই বর্তমান স্বৈরাচারী শাসন প্রতিরোধের প্রধান শক্তি। ধানের শীষ প্রার্থীকে নিয়ে যেকোনো বিভ্রান্তি, ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, মাসুদুজ্জামান মাসুদের জনকল্যাণমুখী, সহমর্মিতা ও সহনশীল রাজনীতিকে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ ইতোমধ্যেই সাদরে গ্রহণ করেছে এবং তার প্রতি সমর্থন বৃদ্ধি পাচ্ছে। তারা নারায়ণগঞ্জবাসীকে যোগ্য, মেধাবী ও সামর্থ্যবান ব্যক্তিত্ব জনাব মাসুদুজ্জামান মাসুদের ধানের শীষ প্রতীকের পক্ষে এগিয়ে আসার আহ্বান জানান।

