ধানমন্ডির ক্রীড়া কমপ্লেক্সের নাম পাল্টে রাখা হলো না.গঞ্জের রিয়া গোপের নামে
লাইভ নারায়ণগঞ্জ: জুলাই-আগস্টের আন্দোলনে নিহত নারায়ণগঞ্জের শিশু রিয়া গোপের নামে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করা হয়েছে। রিয়া গোপের স্মরণে এখন থেকে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’ ঘোষণা করা হয়।
রবিবার (৯ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই কমপ্লেক্সের নতুন নাম সংশ্লিষ্টদের অবহিত করা হয়।
এর আগে গত বছরের ১৯ জুলাই নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় দুপুরের খাওয়া শেষ করে ছাদে খেলতে যায় শিশু রিয়া গোপ। এসময় বাসার নিচে সড়কে হট্টোগোল শুরু হলে রিয়ার বাবা ছুটে যান ছাদ থেকে মেয়েকে ঘরে আনতে। ছাদে তাকা অবস্থায় মেয়েকে কোলে নিতেই একটি বুলেট এসে লাগে রিয়ার মাথায়। মুহূর্তেই রিয়া ঢলে পড়ে বাবার কোলে। রক্তে ভেজা মেয়েকে কোলে নিয়েই হাসপাতালে যান বাবা। তবে চিকিৎসাধীন থাকা অবস্থায় না ফেরার দেশে চলে যায় শিশু রিয়া।