বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04সদর

ধলেশ্বরী নদী থেকে ১৬টি ইট বাধা অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার কাশিপুর ইউনিয়নের আলীরটেক ফেরি ঘাট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে বক্তবলি নৌ পুলিশ।

বুধবার (১২ জুন) দুপুর ১২টার দিকে ধলেশ্বরী নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে, দুপুর ৩টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নৌ পুলিশের পরিদর্শক (এসআই) শহিদুল আলম।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে আমরা লাশের সংবাদ পাই। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশের গায়ে ১৬টি ইট বাধা ছিলো। হত্যাকারীরা হয়তো চেয়েছিলো লাশ ডুবিয়ে দিতে। নিহতের কোন পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আপাতত আমরা লাশ মর্গে পাঠাচ্ছি, ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

RSS
Follow by Email