বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led05জেলাজুড়েরাজনীতিসদরসোনারগাঁ

ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে এরেস্ট ওয়ারেন্ট

লাইভ নারায়ণগঞ্জ: ধর্ষণ মামলায় আদালতে হাজির না হওয়ায় সাবেক হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৫ জুন) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) নাজমুল হক শ্যামলের আদালতে এ রায় ঘোষনা করা হয়।

ঘটনার সতত্যা নিশ্চিত করে লাইভ নারায়ণগঞ্জকে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, আজ আদালতে সোনারগাঁ থানায় দায়ের করা এই মামলায় ২ জন সাক্ষী উপস্থিত হলেও সাবেক হেফাজত নেতা মামুনুল হক উপস্থিত হননি। শারীরিক অসুস্থতার কথা বলে তিনি অনুপস্থিত ছিলেন, তাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

RSS
Follow by Email